জিআরই তে কি কি বই পড়বেন তা জানার আগে আপনাকে জানতে হবে জিআরই পরীক্ষায় কি কি বিষয় থাকবে। এ বিষয়ে বিশদ ধারণা পেতে আমাদের জিআরই পরীক্ষার কাঠামো শিরোনামের আর্টিকেলটি আগেভাগে পড়ে নিতে পারেন।
যেহেতু জিআরই পরীক্ষা তিনটি ভাগে অনুষ্ঠিত হয়। সে কারনে জিআরই প্রস্তুতি পর্বকে আমরা আলাদা তিনটি ভাগে ভাগ করে নিতে পারি। যে তিনটি ভাগে আলাদা করে কি কি বই দরকার হবে সে বিষয়ে আলোকপাত করা হবে। প্রতিটি বইয়ের নামের উপর ক্লিক করলে আপনি আলাদাভাবে চাইলে রিভিউ দেখতে পারবেন।
১) Verbal Section:
এই সেকশনের মূল ভিত্তি ভোকাবুলারি। সেই সাথে রিডিং কম্প্রিহিনশন, টেক্সট কমপ্লিশন তো থাকছেই।
ভোকাবুলারিতে দক্ষতা বাড়ানো:
যদিও জিআরই পরীক্ষায় সরাসরি ভোকাবুলারি আসবে না কিন্তু জিআরই তে ভালো স্কোরের জন্য চাই ভোকাবুলারির উপর ভালো দক্ষতা। ভোকাবুলারির উপর আপনার দক্ষতা যতো বাড়বে ভার্বাল অংশ আপনার কাছে ততো বেশি সহজবোধ্য মনে হবে। সে কারনে জিআরই প্রস্তুতির শুরুতেই আপনার ভোকাবুলারি আয়ত্নে আনতে হবে। সে কারনে আপনার কয়েকটি ভোকাবুলারি সমৃদ্ধ করার বই কাছে থাকা প্রয়োজন।
যেমন:
রিডিং কম্প্রিহিনশন, সেন্টেন্স এবং টেক্সট কমপ্লিশনে চাই ভালো প্রস্তুতি:
জিআরই পরীক্ষার আগে আপনি যতো বেশি রিডিং কম্প্রিহিনশন এবং টেক্সট কমপ্লিশন শেষ করবেন আপনার জন্য জিআরই পরীক্ষার প্রশ্ন ততো বেশি সহজসাধ্য মনে হবে। আপনার স্কোর ভালো আসবে। সে কারনে চাই বেশি বেশি অনুশীলন। এবং অনুশীলনে আপনার কাছে নিচের বইগুলো থাকা জরুরী-
- ETS Official GRE Verbal Reasoning (Practice Questions)
- Bangla Big Book Part-1(TC), Part-2(RC)
- Manhattan GRE 7-8/Manhattan Verbal Strategies
- Princeton Review Cracking the new GRE 1014
- GRE Verbal Grail
- Manhattan 5 LB
2) Quantitative Section:
এই সেকশনে আপনার গণিতের দক্ষতা যাচাই করা হবে। সে কারনে আপনাকে গণিতের ভালো প্রস্তুতি থাকতে হবে। আর এই প্রস্তুতির জন্য চাই বই।
- ETS Official GRE Quantitative Reasoning (Practice Questions)
- Manhattan GRE 1-6/Manhattan Math Strategies
- Manhattan 5 LB
- Nova’s GRE Math Bible
- Princeton Review 1014 Practice Questions
- 1000 Math Gems
৩) Analytical Writing Section:
রাইটিং অংশে ভালো করার জন্য বেশি জরুরি নিয়ম-কানুন জানা। নিয়ম-কানুন জানতে এবং সেগুলো আয়ত্ত্বে আনতে নিচের বইগুলো পড়তে পারেন।