অনেক সময় প্রফেসরেরা স্কাইপেতে কথা বলতে চায়, সেই ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে।
১) আপনার স্কাইপে account না থাকলে, আজই একটা খুলে ফেলুন। ফেইসবুকে যখন খুলতে পেরেছেন , তখন স্কাইপেও পারবেন।

২) প্রফেসর যখন আপনার কাছে সুবিধাজনক সময় জানতে চাইবে, তখন তাকে বাংলাদেশের সাথে আমেরিকার নির্দিষ্ট স্টেটের সময়ের পার্থক্যটা উল্লেখ করে, তার সুবিধার সময়টাই জানতে চান। এতে সাপও মরল, লাঠিও ভাঙল না। প্রফেসরেরা যথেষ্ট সচেতন, তারা ঠিক আপনার আর তার পারস্পরিক সুবিধার সময় বের করে আপনাকে জানাবে।

৩) স্কাইপে কথা বলার অন্তত সাতদিন আগেই তারা আপনাকে জানাবে। কাজেই এই সময়ের মধ্যে আপনার ইন্তারনেট সংযোগ টা একটু ঝালাই করে নেন। ৫১২ Kbps, ২জি এর পরিবর্তে ১ Mbps ৩জি চালু করতে পারলে ভাল। আসল কথা, অবিচ্ছিন্ন সংযোগ। বাংলালিঙ্ক বিজ্ঞাপনের মত কল ড্রপের বিপত্তি চান না নিশ্চয়ই।

৪) যে প্রফেসর কথা বলতে চাইবে, তার সম্পর্কে পড়াশুনা শুরু করে দিন। ঠিক যেভাবে ক্লাস নাইন- টেনে সমাজে এ প্লাস পাবার জন্য পড়তেন, সেইভাবেই। তাকে বুঝিয়ে দিতে হবে, পলাশীর আন্দোলন থেকে সিপাহী বিদ্রোহ, কমবেশি সবই আপনি জানেন। (ভুল বুইঝেন না, এই পলাশীর আন্দোলন সেই পলাশীর আন্দোলন না মোটেও, এখানে প্রফেসর এই যাবত কালে যত কাজ করছেন এবং ভবিষ্যতে করবেন, তার হিসাব বুঝাচ্ছি)

৫) টোফেল এর পর এই স্কাইপে কথোপকথনেই আপনার ইংলিশ স্পিকিং আর লিসেনিং দক্ষতা প্রমাণ করার একটা সুযোগ। এটাকে সিরিয়াসলি নিবেন। অনেক সময় প্রফেসর আপনার কথায় ইম্প্রেস হলে, আপনাকে নেবার ব্যাপারে তার আগ্রহ বেড়ে যেতে পারে।

৬) যতটা সম্ভব ফরমালি কথা বলাই ভাল, তবে তিনি ইনফরমাল ভাবে কথা বলতে চাইলে, আপনিও কিছুটা রিলাক্স হতে পারেন। সবচে গুরুত্বপূর্ণ, খাপ খাওয়ানো।