ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের পরীক্ষা আয়েল্টস টেস্ট এখন চাইলে কম্পিউটারেও দেয়া যাবে। কম্পিউটারে দেয়া যায় বলে এই আয়েল্টস পরীক্ষাকে বলা হয় Computer-delivered IELTS বা Computer-based IELTS. সংক্ষেপে আবার এই পরীক্ষাকে বলা হয় CD IELTS. ২০১৯ সাল থেকে বাংলাদেশে যথাক্রমে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির অধীনে কম্পিউটার-ডেলিভার্ড আয়েল্টস পরীক্ষা চালু হয়েছে। ফলে এখন থেকে পেপার-বেজড এবং কম্পিউটার-ডেলিভার্ড উভয় ধরনের আয়েল্টস পরীক্ষাতেই […]