জিআরই, আয়েল্টস, এসএটি এরকম সব পরীক্ষার ক্ষেত্রেই সবচেয়ে সহজ ধাপ হলো “প্রস্তুতি শুরু করা” এবং কঠিনতম ধাপ হলো সেই প্রস্তুতির ধারাবাহিকতা “ধরে রাখা”। অনেক স্টুডেন্টকে দেখা যায়, মাসের পর মাস কেবল জিআরই প্রস্তুতির প্রস্তুতি নিচ্ছে। তার মানে হচ্ছে নীলক্ষেতে গিয়ে কয়েকটা বই কেনা অথবা গ্রেকের ওয়েবসাইট থেকে আর্টিকেলগুলো এক বসায় পড়ে ফেলার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু […]