সাধারণত ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে অনেক সময় বিশ্ববিদ্যালয়ে ডকুমেন্ট পাঠানোর দরকার পড়ে। অধিকাংশই ক্ষেত্রেই নিচের ডকুমেন্টগুলো দরকার হয়: আপনার বিশ্ববিদ্যালয়ের অনার্সের ট্রান্সক্রিপ্ট (অরজিনাল কপি) আপনার বিশ্ববিদ্যালয়ের মার্স্টাসের ট্রান্সক্রিপ্ট (অরজিনাল কপি) আপনার স্বাক্ষরযুক্ত এসওপি (SOP)। অবশ্যই সব পেইজে আপনার স্বাক্ষর থাকতে হবে। এওআর: তিনজন টিচারের কাছ থেকে এই এলওআর নিতে হবে। চিঠিগুলো অবশ্যই অফিসিয়াল খামে হতে […]