Issue Task সেকশনে একটি টপিক থাকবে। টপিকের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে হবে। এই পুরো টাস্কের জন্য সময় বরাদ্দ থাকবে ৩০মিনিট। শুরুতে অন্তত ৫মিনিট কিভাবে লেখা শুরু করবেন তার জন্য কিছু পয়েন্ট চিন্তা করার কাজে ব্যবহার করা উত্তম। ২০-২২ মিনিট রাখা উচিত পুরো লেখাটি টাইপ করা/বিস্তারিত লেখার জন্য। এবং ২-৫ মিনিট রাখা উচিত সবশেষে রিভিশন করা […]