আমেরিকান কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা আমেরিকার বাইরের কোন ক্রেডিন্টশিয়াল (যেমন-সার্টিফিকেট) গ্রহণ করে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমেরিকা স্বীকৃতি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে দরকারি সব ক্রেডিন্টশিয়াল পাঠাতে হবে। এসব প্রতিষ্ঠান সাধারণত আপনার প্রাপ্ত সিজিপিত্র/গ্রেড কে আমেরিকান স্ট্যান্ডার্ডে রূপান্তর করে পাঠিয়ে দিবে। তবে এসব কাজের জন্য আপনাকে অবশ্যই একটি নিদিষ্ট ফি প্রদান করতে হবে। ক্রেডিন্টশিয়াল পাঠানোর জন্য এ মুহুর্তে সবচেয়ে […]