নতুন এবং সংক্ষিপ্ত টেস্ট ফরমেটে এখন টোফেল টেস্ট। যেখানে লিসেনিং, রিডিং ও স্পিকিং সেকশনে প্রশ্ন পদ্ধতি ঠিক রেখে কমানো হয়েছে প্রশ্নের সংখ্যা ও পরীক্ষার সময়। তবে রাইটিং সেকশন থাকছে আগের মতোই। নতুন ফরমেটের টোফেল টেস্ট চালু হয়েছে ১ আগস্ট ২০১৯ থেকে। নিচের ছবিতে একনজরে আগস্ট ২০১৯ এর আগের এবং পরের টোফেল পরীক্ষার তুলনা দেওয়া হলো-