- আপনার বিভাগের সবচেয়ে নাম ডাকওয়ালা রিসার্চার
- আপনার বিভাগের সাথে সরাসরি সম্পর্কিত নন, তবে কোন রিসার্চ প্রতিষ্ঠানের কর্মকর্তা (যেমন, পরমাণু শক্তি কমিশন বা জাতীয় সায়েন্স ল্যাবরেটরির কোন বৈজ্ঞানিক কর্মকর্তা হতে পারেন)
- আপনার অফিসের সুপারভাইজার যার অধীনে আপনি অনেক দিন কাজ করেছেন (এমবিএ দের বিশেষ কাজে লাগে)
যা করতে হবে:
- আগে থেকেই রেফারিকে জানিয়ে রাখতে হবে যে অমুক মাসের প্রথম সপ্তাহে তার একটা রেকমেন্ডশন লেটার আপনার দরকার হবে। নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে আবার মনে করিয়ে দেবেন।
- সাথে করে একটি নমুনা রেকমেন্ডেশন লেটার লিখে নিয়ে যাবেন। শিক্ষক হয়ত চাইতে পারেন। সব চেয়ে ভালো হয় পেন ড্রাইভে সফট কপি নিয়ে গেলে, যেখানে উনি সরাসরি এডিট করতে পারবেন।
- শিক্ষক আপনাদের কোন লেভেলে কোন কোর্স নিয়েছেন তা বিশেষ ভাবে মনে করে ফাইলের মধ্যে লিখে রাখুন।
বিশেষ ক্ষেত্র:
কাগজের লেটার অব রেকমেন্ডেশনের বদলে অনেক ক্ষেত্রে ইমেইল রেকমেন্ডেশন চায়। সেক্ষেত্রে আপনাকে শিক্ষকের ইমেইল ঠিকানা আগে থেকে জোগাড় করতে হবে এবং শিক্ষককে অনুরোধ করতে হবে যাতে তিনি ইমেইল চেক করে দেখেন যে আপনার ভাবি-ইউনিভার্সিটি থেকে তার কাছে রেকমেন্ডেশন লেটার চেয়ে কোন ইমেইল এসেছে কি না।