আমেরিকান ইউনিভার্সিটিতে আবেদনের সময় অনলাইন অ্যাপ্লিকেশন ফরমের মধ্যে স্থায়ী ঠিকানা জানতে চাইলে সেক্ষেত্রে গ্রামের বাড়ির ঠিকানা না দেওয়াই ভালো। কারণ, অ্যাডমিশন হয়ে যাবার পরে যদি অ্যাডমিশন অফার লেটার ও আই-২০ (The offer letter and the Form I-20) ওরা স্থায়ী ঠিকানায় পাঠিয়ে দেয় তাহলে সেটা সংগ্রহ করা বাড়তি ঝামেল হতে পারে।

আবার, ধরা যাক, আপনার অ্যাডমিশন অফার লেটার পাঠানো হলো ফেডএক্স এর মাধ্যমে এবং আপনাদের গ্রামের বাড়ির যোগাযোগ ব্যবস্থা ভালো না। আপনি যদি ঢাকায় বসবাস করেন এবং ফেডএক্স এর মেইল আপনার গ্রামের বাড়ি থেকে ফেরত আসে, তাহলে সেটা পরবর্তীতে সংগ্রহ করা কষ্টকর হতে পারে।

সুতরাং, আমাদের পরামর্শ হলো, সব জায়গায় একটাই ঠিকানা ব্যবহার করুন। যদি আপনি ভাড়া করা বাসায় বসবাস করেন এবং বাসা বদলের সম্ভাবনা থাকে, তাহলে নিজেদের বাড়ি আছে ঢাকায় এমন কোন বন্ধু বা আত্নীয়ের ঠিকানা সব জায়গায় ব্যবহার করতে পারেন। ভার্সিটির হলে থাকা স্টুডেন্টদের (যারা কয়েক মাস পরে হল ছেড়ে দেবেন) এই বিষয়টা বিশেষ ভাবে বিবেচনা করতে হবে।