পর্যাপ্ত ইংলিশ ওয়ার্ড জানা বা ভোকাবুলারীতে ভাল দক্ষল থাকলে জিআরই, আয়েল্টস কিংবা টোফেল যে কোন পরীক্ষায় ভাল স্কোর তোলা সম্ভব। তবে এই সকল পরীক্ষার প্রস্ততির সবচেয়ে বড় বাধাই যেন নতুন শব্দ শেখা। যেসকল শিক্ষার্থী একেবারে শুরু থেকে প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য এ যেন এক প্রকার যুদ্ধ।

এমন অনেকেই আছেন যিনি হয়তো হাজারের বেশি ওয়ার্ড মুখস্ত করেছেন। তবে কিছু দিন গেলেই তা ভুলে যান কিংবা ওয়ার্ড পড়ে মুখস্ত রাখতে পারেন না। একই ধরনের শব্দগুলো মুখস্ত করতে কার্যকরী হতে পারে ”ডিকশনারী – ওয়ার্ডওয়েব” নামের অ্যান্ড্রয়েড অ্যাপটি।

dictionary- wordweb 1

dictionary- wordweb

জিআরই, আয়েল্টস কিংবা টোফেল পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রায় সকল ওয়ার্ড অ্যাপটিতে পাওয়া যাবে। রয়েছে ৩ লাখ শদ্ধের বিশাল ভোকাবুলারী ভাণ্ডার। অ্যাপটিতে পাওয়া যাবে সমার্থ শব্দ- বিপরীত শব্দ, প্রতিটি শব্দের ইংরেজিতে অর্থ। প্রয়োগবিধি ভালোভাবে তুলে ধরার জন্য প্রায় প্রতিটি শব্দের সাথেই থাকবে নির্দিষ্ট একাধিক উদাহরণ। সঠিকভাবে উচ্চারন শেখার জন্য প্রতিটি শব্দের সাথে আছে নর্থ আমেরিকা, বিট্রিশ, অস্ট্রেলিয়া এবং ইন্টারন্যাশনালি ব্যবহৃত স্টাইলের উচ্চারন।

dictionary- wordweb 3

একই ধরনের শব্দগুলোকে একত্রিত করে যারা শব্দ মুখস্ত করতে চান তাদের জন্য বিশেষ সহায়ক হতে পারে অ্যাপটি। অর্থাৎ যারা ওয়ার্ডের ফরমেশন শিখতে চান তাদের জন্য কাজে আসবে। এছাড়াও অ্যাপটিতে রয়েছে স্মার্ট ওয়ার্ড সার্চিং ব্যবস্থা। শব্দ সার্চিংয়ে কোন শব্দের বানান ভুল হলেও কাছাকাছি মিল রেখে সকল শব্দগুলো সাজেশন আকারে দেখাবে অ্যাপটি।

একটি শব্দের বিভিন্ন ক্ষেত্র বিশেষ অনুযায়ী অর্থ ও উদাহরণ রয়েছে। পছন্দের শব্দ কিংবা শব্দ তালিকা বুকমার্ক আকারে সংরক্ষণ করা রাখা যাবে।

dictionary- wordweb 2

ডাউনলোড লিংক Dictionary – WordWeb