আয়েল্টস পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানার পূর্বে আয়েল্টস টেস্টের বেসিক ধারনা নিয়ে নিতে পারেন এই আর্টিকেলটি থেকে। আর আয়েল্টস প্রস্তুতির জন্য কি কি বই পড়বেন তার আগে আয়েল্টস টেস্টের প্রশ্ন পদ্ধতি সম্পর্কে ধারনা থাকা দরকার। এজন্য ‘আয়েল্টস প্রস্তুতি এবং দরকারি বই সমাচার’ আর্টিকেলটি থেকে জেনে নিতে পারেন।

যেহেতু আয়েল্টস টেস্ট দুই ধরনের তাই এদের মধ্যে পার্থক্য জানতে পড়ুন ‘IELTS এর প্রকারভেদ: আপনার জন্য কোনটি দরকারি’ আর্টিকেলটি। এছাড়াও আয়েল্টস টেস্ট রেজিস্ট্রেশন সম্পর্কে জানতে ঘুরে আসতে পারেন এই আর্টিকেল থেকে। এবার তাহলে মূল আলোচনায় আসা যাক।

অবশেষে সেই মুহুর্ত যখন আপনার হাতে আয়েল্টস টেস্টের স্কোর এসে পৌছাবে। আসুন জেনে নেই আয়েল্টস টেস্ট রিপোর্টে ফর্মে কি থাকে! আয়েল্টস টেস্ট রিপোর্ট ফর্মে একজন পরীক্ষার্থীর চারটি ভাষাগত দক্ষতা রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিংয়ের উপর স্কোর থাকে। অর্থাৎ কোন টেস্টে আপনি কত পেয়েছেন তা।

আর আপনি কিন্তু আপনার টেস্ট রিপোর্ট ফর্মের একটি মাত্র কপিই হাতে পাবেন। অর্থাৎ একজন আয়েল্টস টেকারকে তার রেজাল্ট কার্ড বা প্রিন্টেড রিপোর্ট কার্ড হিসেবে শুধুমাত্র একটি কপিই দেয়া হয়। পরবর্তীতে এটি চাইলেও আর সাধারণত দেয়া হয় না। তাই এই কপিটি যত্ন সহকারে নিজের কাছে সংরক্ষন করতে হবে।

এছাড়াও এতে পরীক্ষার্থীর সংক্ষিপ্ত পরিচয় এবং ছবি দেয়া থাকবে। ফলে এতে পরবর্তীতে কোন ধরনের সংযোজন-বিয়োজন বা কপি করার ব্যবস্থা নেই।

 

IELTS Test Report Form

 

বাড়তি সুবিধা

আপনি আয়েল্টস টেস্ট দেয়ার পরে আপনার রেজাল্টটি কোন ধরনের অর্থ ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে আপনার পছন্দের সর্বোচ্চ ৫টি প্রতিষ্ঠানে রেজাল্ট পাঠাবে ব্রিটিশ কাউন্সিল। যা একটি বাড়তি সুবিধা। আপনি যখন আয়েল্টস টেস্টে অংশগ্রহণের জন্য বুক করবেন তখনই এই ৫টি প্রতিষ্ঠান সিলেক্ট করে দেয়ার তথ্য দিতে পারেন। আর এই তথ্য প্রতিষ্ঠানে ইলেক্ট্রনিক পদ্ধতিতে পাঠানো হবে। এর মানে আপনার আয়েল্টস টেস্ট রিপোর্ট ফর্মের পিডিএফ কপি পাঠানো হবে। যার কারনে হয়তো এমনটাও হতে পারে যে, আপনি আপনার নিজের আয়েল্টস টেস্টে স্কোর জানতে পাবার পূর্বেই তাদের কাছে পৌছে যেতে পারে আপনার স্কোরটি।

এমনকি আপনি যে প্রতিষ্ঠানে আয়েল্টস টেস্ট স্কোরটি পাঠিয়েছেন তারা পুনরায় আয়েল্টস এর সিকিওর যে ডাটাবেজ রয়েছে সেখানে থেকে রিচেক করে নিতে পারবেন।

আর যদি আপনি ওই ৫টি সংস্থা ছাড়া আরও কোন প্রতিষ্ঠানে টেস্টের স্কোর পাঠাতে চান তাও সম্ভব হবে। তবে এজন্য আপনাকে টেস্ট সেন্টারের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। এবং একটি নির্দিষ্ট পরিমান চার্জ দিয়ে টেস্ট স্কোরটি প্রেরণ করা যাবে।

এছাড়াও টেস্ট স্কোর ডকুমেন্টটি খুবই মূল্যবান। তাই আপনার এই রিপোর্ট ফর্মটি যত্ন সহকারে সংগ্রহ করবেন।

আয়েল্টস স্কোরের মেয়াদ

আয়েল্টস স্কোরের মেয়াদ কাল বা ভ্যালিডেশন টাইম থাকে ২৪ মাস বা ২ বছর। তাই আপনি টেস্টে রিপোর্ট পাওয়ার পর থেকে ২ বছর পর্যন্ত সে স্কোরের মেয়াদ থাকবে।

সাধারনত কোন সনামধন্য প্রতিষ্ঠানই আয়েল্টস টেস্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বা ২ বছর এর বেশি হলে স্কোর গ্রহণ করে না। তবে আপনি যদি তাদের এমনটা বোঝাতে সক্ষম হন যে, আপনি আয়েল্টস টেস্ট দেয়ার পর থেকে ইংরেজি চর্চার সে ধারাবাহিকতাটি ধরে রেখেছেন এবং আরও আপনার ভাষাগত পারদর্শিতার উন্নতি হয়েছে। এমনটা তাদের সামনে প্রমান করতে পারলে তারা আপনার আয়েল্টস স্কোর গ্রহণও করতে পারে। তবে এমন ক্ষেত্রে গ্রহণযোগ্যতার সম্ভাবনা খুবই কম থাকে। তাই রিস্ক না নিয়ে সেফ জোনে থাকাটাই ভাল।