আয়েল্টস (IELTS) টেস্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে আদ্যোপান্ত জানতে পড়ুন ‘IELTS পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবেন যেভাবে’ শিরোনামের আর্টিকেলটি। এছাড়াও আয়েল্টস পরীক্ষা কখন অনুষ্ঠিত হয় এবং দেশের কোথায় পরীক্ষার ভেন্যু রয়েছে এমন প্রশ্ন মনে ঘুরপাক খেলে এই আর্টিকেলটিও একনজর দেখে নিতে পারেন।

বিশ্বব্যাপী ইংরেজি ভাষাগত দক্ষতা যাচাইয়ের জনপ্রিয় মাপকাঠি আয়েল্টস (IELTS) টেস্ট। আন্ডার গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশনসহ দেশের বাইরে যেকোন ধরনের শিক্ষা অর্জনে প্রয়োজন হয় আয়েল্টস স্কোর। এছাড়াও দেশ মাইগ্রেশনে কিংবা দেশের বাইরের কোন প্রতিষ্ঠানে চাকরি বা ট্রেনিং নিতে হলেও অনেক সময় এই পরীক্ষার স্কোর প্রয়োজন হয়।

মোট কথা আপনি যেকোন ইংরেজি ভাষাভাষি রাষ্ট্রে শিক্ষা অর্জন, চাকরি কিংবা চিরস্থায়ীভাবে থাকতে হলে আপনার কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আয়েল্টস স্কোর চাইতেই পারে।

তবে যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা এমনকি বিশ্বের ইংরেজি ভাষাভাষি যে কোন দেশে উচ্চশিক্ষার লক্ষ্যে গমনের জন্যও আয়েল্টস জরুরি।

সব পরীক্ষার মতোই আয়েল্টস পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে সবার আগে টেস্টের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। IELTS Regular টেস্টে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে খরচ করতে হবে ১৫ হাজার ৮০০ টাকা*।

এখানে রেগুলার আয়েল্টস বলতে একাডেমিক এবং জেনারেল ট্রেনিং টেস্টকে বোঝানো হয়েছে। আর যারা যুক্তরাজ্য অর্থাৎ ইউকে’র ভিসার জন্য কিংবা মাইগ্রেশনের কারনে আয়েল্টস টেস্ট দিতে চান তাদের টেস্টকে বলা হয় UKVI IELTS। এই ধরনের আয়েল্টস টেস্টের রেজিস্ট্রেশন ফি বাবদ খরচ পরবে ২২ হাজার ৯৩০ টাকা*।

IELTS Registration Fees

আয়েল্টস (IELTS) টেস্ট ব্রিটিশ কাউন্সিল, আইডিপি- আয়েল্টস অস্ট্রেলিয়া ও ক্যামব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট কর্তৃক যৌথভাবে পরিচালিত হয়ে থাকে। নিয়ন্ত্রক এই সংস্থাগুলোর সিদ্ধান্ত অনুযায়ী যেকোন সময়ই আয়েল্টস পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বাড়তে বা কমতে পারে।

ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে আয়েল্টস পরীক্ষার ফি জানতে ক্লিক করুন এখানে