বাংলাদেশের আয়েল্টস (IELTS) প্রত্যাশি শিক্ষার্থীদের বেসিক প্রস্তুতি (Fundamental Preparation) সম্পর্কে সাহায্য করতে ফ্রি অনলাইন আয়েল্টস কোর্স চালু করেছে গ্রেক (GREC)। দেশের যে কোন প্রান্ত থেকে এই কোর্সে অংশ নেওয়া যাবে। এবং কোন ধরণের ফি প্রয়োজন হবে না।
- আয়েল্টস প্রস্তুতির গাইডলাইন
- দরকারি বই
- ভিডিও লেসন
- লিসেনিং প্রাকটিস
- রিডিং প্রাকটিস
- রাইটিং প্রাকটিস
- স্পিকিং প্রাকটিস
গ্রেকের এই অনলাইন কোর্স সবার জন্যই উন্মুক্ত। অ্যাকসেস সংখ্যা নির্দিষ্ট বলে নিচের ফর্মের তথ্য পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। প্রতি সপ্তাহে নির্বাচিত ২০ জনকে অনলাইন কোর্স করার সুযোগ দেওয়া হবে। এবং নির্বাচিত ২০ জনকে [email protected] এই ইমেইল আইডি থেকে অ্যাকসেস করার জন্য দরকারি লিংক এবং আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে এবং নির্বাচিতদের তালিকা সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে [প্রতি রবিবার বিকেল ৪-৬ টার মধ্যে] গ্রেকের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং অফিসিয়াল ফেসবুক গ্রুপ -এ প্রকাশ করা হবে।
এই ধাপে আসার জন্য আপনাকে সবার আগে আইডি এবং পাসওয়ার্ড পেতে হবে [উপরে বর্ণিত নিয়মে]।
ধাপ:১
otes.grecbd.com ওয়েব সাইটে প্রবেশ করতে হবে এবং My GREC লেখা অংশ ক্লিক করতে হবে।
ধাপ:২
ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে লগইন হিট করতে হবে। সফলভাবে লগইন হওয়ার পর GREC Online IELTS Course লেখা অংশে প্রবেশ করতে হবে।
ধাপ: ৩
প্রাকটিস ম্যাটেরিয়াল চলে আসবে এবং আপনাকে সঠিক ক্রমানুসারে অনুশীলন করতে হবে।
এছাড়াও গ্রেকের ফ্রি অনলাইন আয়েল্টস কোর্স সম্পর্কে তথ্য এবং কিছু সাধারণ জিজ্ঞাসার উত্তর জানতে ক্লিক করুন এখানে