এই আর্টিকেলটি পড়ার পরিবর্তে ভিডিও থেকেও জেনে নিতে পারেন।

  • Topic-SummaryETS: 

    Educational Testing Service. সংস্থাটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত। বিশ্বব্যাপী শিক্ষার মানদন্ড নির্ধারণ ও যাচাইয়ের কাজে করে থাকে।

  • GRE:

    Graduate Record Exam. যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা অর্জনে গাণিতিক ও ইংরেজি দক্ষতার সাথে লেখনি দক্ষতা প্রমাণের জন্য এই পরীক্ষায় অংশ নিতে হয়।

  • Old GRE: 

    ২০১১ সালের আগস্টের আগে যে ধরণের GRE নেওয়া হতো তা মূলত Old GRE নামে পরিচিত। ।

  • Revised GRE: 

    পুরাতন জিআরই স্কোরের ধরণ এবং সিলেবাসে কিছুটা  পরিবর্তন এনে যে GRE প্রচলন করা হয়েছে।

  • New GRE:

    ২০১১ সালের আগস্টের পরের GRE

  • Raw Score:

    কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হয়েছে তার সংখ্যাকে Raw Score বলে।

  • Scaled Score:

    সঠিক উত্তরের সাথে কঠিনতার সীমা সমন্বয় করে যে Score আসে তা Scaled Score.

  • GMAT:

    Graduate Management Admission Test. যারা এমবিএ করতে চান এটি বিশেষ ভাবে তাদের জন্য রেকয়্যারমেন্ট হিসাবে বিবেচনা করা হয়। তবে লক্ষ্যণীয় বিষয় হলো, ২০১১ সালের পর জিআরইতে জিম্যাটের আদলে কিছুটা পরিবর্তন আনার কারণে দিন দিন বিজনেস স্কুলগুলো জিম্যাটের পাশাপাশি জিআরই সমান তালে গ্রহণ করছে

  • SAT: 

    Scholastic Aptitude Test বা Scholastic Assessment Test. দি আপনি বাংলাদেশে উচ্চমাধ্যমিক (এইচএসসি বা সমমান) কিংবা ইংলিশ মিডিয়াম থেকে এ লেভেল পাশ করার পরে আমেরিকায় আন্ডারগ্র্যাজুয়েট কলেজে ভর্তি হতে চান তাহলে অ্যাডমিশনের রেকয়্যারমেন্ট হিসাবে আপনাকে এই পরীক্ষা দিতে হবে।

  • TOEFL:

    Test Of English as a Foreign Language. আমেরিকায় আন্ডারগ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট যে কোন লেভেলেই হোক, অ-ইংলিশভাষী দেশ থেকে পড়তে গেলে আপনাকে অবশ্যই ইংরেজীতে দখলের পরীক্ষায় নূন্যতম স্কোর থাকতে হবে। এক্ষেত্রে আমেরিকার নিজস্ব পরীক্ষা পদ্ধতি TOEFL (উচ্চারণ টো-ফেল বা টো-য়েফ্ ল) সর্বাধিক অগ্রাধিকার পায়। যদি আপনার টোফেল দেওয়া থাকে তাহলে তা আমেরিকার যে কোন প্রতিষ্ঠান বিনা বাক্য ব্যায়ে গ্রহণ করবে।

  • IELTS:

    International English Language Testing System. আন্ডারগ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট যে কোন লেভেলেই হোক, অ-ইংলিশভাষী দেশ থেকে পড়তে গেলে আপনাকে অবশ্যই ইংরেজীতে দখলের পরীক্ষায় IELTS এ নূন্যতম স্কোর থাকতে হবে।

  • Unscored Section:

    অ্যানালিটিকাল রাইটিং, ভার্বাল এবং কোয়ান্ট মিলিয়ে মোট ৬ টি সেকশন উত্তর করতে হবে। যার মধ্যে ৫টি সেকশন হিসাব হবে আর একটি সেকশন হিসাবের বাইরে রাখা হবে যা Unscored Section নামে পরিচিত।

  • Etymology:
  • AAA or American Alumni Association:

    বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জিআরই পরীক্ষা কেন্দ্র (Exam Venue). জিআরই পরীক্ষা দেওয়ার জন্য অধিকাংশ শিক্ষার্থীরই প্রথম পছন্দ থাকে এই ভেন্যুতে পরীক্ষা দেওয়ার। এটি ঢাকার বনানীতে অবস্থিত।

  • Carry on luggage:

    ছোট ধরণের ব্যাগ যা আপনি বিমানে চড়ার মুহুর্তে আপনার সাথে রাখতে পারবেন। সাধারণত প্রয়োজনীয় কাগজপত্র, টাকা পয়সা, ঔষধপত্র ইত্যাদি এ ব্যাগে রাখা হয়।

  • Checked in luggage:

    এ ধরণের লাগেজ আপনার সাথে রাখতে পারবেন না। অবশ্যই বিমানের লাগেজ রাখার স্থানে দিয়ে দিতে হবে।

  • Police verification or clearance:

    কারো প্রদান করা তথ্য সঠিক কিনা যাচাই করার জন্য পুলিশের অনুসন্ধানী বিভাগ তদন্ত করা হয় এবং তথ্য যাচাই করে সবশেষে তাকে হ্যা-সূচক ক্লিয়ারেন্স দিয়ে থাকে। সাধাণত Passport এর কাজে পুশি ভেরিফিকেশন বেশি হয়ে থাকে।

  • Flash card:
  • Fixed deposit:
  • Percentile below:
  • Speaking Section:
  • Listening Section:
  • Reading comprehension
  • Registering for a test:

    পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা।

  • Taking the test:

    নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশ নেওয়া।

  • Test Center or Venue:

    পরীক্ষার কেন্দ্র বা ভেন্যু

  • CBT:

    Computer Based Test. পুরো পরীক্ষায় কম্পিউটার নির্ভর। কম্পিউটার স্ক্রিনে প্রশ্ন দেখে দেখে সে মতে মাউসে ক্লিক করে অথবা কিবোর্ডে টাইপ করে পরীক্ষা দিতে হবে।

  • iBT:

    Internet Based Test. যেমন- টোফেল পরীক্ষা।

  • CAT: 

    Computer Adaptive Test. কম্পিউটার আপনার মান যাচাই করে সে অনুযায়ী প্রশ্ন পরিবেশন করবে। যেমন- পুরাতন (২০১১ সালের আগস্টের আগে) জিআরই পরীক্ষা।

  • MST:

    Multistage Testing. বর্তমানে  GRE পরীক্ষায় Computer Adaptive Test এর   বিকল্প হিসেবে   MST ব্যবহার করা হয়।

  • Official Study Materials:

    পরীক্ষা নিয়ন্ত্রণ সংস্থা (ETS) কর্তৃক নির্ধারিত Study Materials.

  • Unofficial Study Materials:

    ETS এর বাইরের  Study Materials.

  • Data sufficiency:
  • Quantitative comparison:
  • Verbal:
  • Sentence Correction:
  • Quantitative:
  • Writing Section:
  • AWA:           Analytical Writing Ability.  জিআরই পরীক্ষা শুরু হবে অ্যানালিটিকাল রাইটিং দিয়ে। এর দুইটি অংশ থাকে ১) ইস্যু টাস্ক (একটি টপিক থাকবে যার পক্ষে বিপক্ষে লিখতে হবে)  এবং ২) আর্গুমেন্ট টাস্ক (একটি ঘটনা কতগুলো যুক্তি দিয়ে দেখানো হবে এবং সেসব যুক্তি থেকে পক্ষ নিয়ে লিখতে হেবে)
  • Issue Task:
  • Free Score Sending, Sending Free Score, Free ASR
  • Argument Task:
  • Select in Passage or SIP
  • E-rater® or automated essay-scoring engine: Detailed here
  • Proctor:
  • Additional Score Sending: চারটির বেশি বিশ্ববিদ্যালয়ে Score পাঠানো ।
  • WES: এক ধরণের Third Party যার  বিদেশী কোন সাটির্ফিকেট/ট্রান্সক্রিপ্ট/গ্রেডিং/ক্রিডেনশিয়ালকে যুক্তরাষ্ট্রের সমমানা সাটির্ফিকেট/ট্রান্সক্রিপ্ট/গ্রেডিং/ক্রিডেনশিয়ালে রূপান্তর করার কাজে সহায়তা করে।
  • High Frequency Words: যে Word গুলো সচরাচর বেশি দেখা যায়।
  • University Selection: সাবজেক্টের সাথে মিল রেখে বিশ্ববিদ্যালয় নির্বাচ করা।
  • Bank Solvency or Financial Certificate: স্কলারশিপ ছাড়া যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য আর্থিক অবস্থা প্রমাণ হিসেবে ব্যাংকের কাগজপত্র দেখানো প্রয়োজন হয়।
  • Ivy League:
  • Notarize or Notary
  • Sentence Equivalence:
  • Résumé or Resume and CV:
  • SOP or S.O.P or Statement of Purpose or Statement of Intent:
  • Credentials:
  • Transcript:
  • Certificates:
  • GPA and Percent Marks or Class in old system:
  • Undergraduate Program:
  • Graduate Program:
  • Assistantship:
  • Teaching Assistantship (TA -ship):
  • Research Assistantship (RA -ship):
  • Fellowship
  • Fall Semester:
  • Summer Semester:
  • Spring Semester:
  • Rolling Admission:
  • SEVIS: Student and Exchange Visitor Information System. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের তথ্য সংগ্রহ, অনুসরণ করা এবং পর্যবেক্ষণ করার জন্য এক ধরণের ডাটাবেজ রক্ষণাবেক্ষণ করে যা সেভিস নামে পরিচিত।
  • Funding: যুক্তরাষ্ট্রে আসা বিদেশী স্টুডেন্টদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দিয়ে থাকে যা ফান্ডিং নামে পরিচিত।
  • Denied admission:
  • Deferred admission:
  • Admission committee:
  • F1 Visa: যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসার অপর নাম এফ১ ভিসা।
  • F2 Visa: স্টুডেন্ট ভিসায় স্ত্রী অথবা সন্তানকে সাথে আনার জন্য যে ভিসা প্রচলিত আছে তা এফ২ ভিসা নামে পরিচিত।
  • College (American concept):
  • Biz School:
  • GMAC:
  • College Board:
  • Rescheduling Exam:
  • Refund:
  • Cancelling Exam:
  • Phone Interview:
  • Form I-20: স্টুডেন্টের ফান্ডিং প্রাপ্তি তথ্য, আনুসঙ্গিক খরচ, অবস্থানকালের ব্যাপ্তী এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের তারিখ উল্লেখ থাকে।
  • Form I-94: যুক্তরাষ্ট্রের অবতরণের আগে বিমানে বসেই এটা পূরণ করতে হয়।
  • SSN:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.