এই আর্টিকেলটি পড়ার পরিবর্তে ভিডিও থেকেও জেনে নিতে পারেন।

Topic-Summaryআপনার যদি পুরাতন জিআরই দেওয়া থাকে এবং তার মেয়াদ যদি ৫ বছরের বেশি না হয় তাহলে তা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারবেন। পূরাতন জিআরই বলতে এখানে 2011 সালের অগাস্ট মাসের আগের জিআরই বোঝানো হচ্ছে। ওই বছরের অগাস্ট থেকে বর্তমানের রিভাইজড জিআরই (340 এর মধ্যে স্কোর) চালু করা হয়।

আগের জিআরই’র স্কোর ছিল 1600 এর মধ্যে (ভার্বাল ও কুয়ান্টের প্রতিটায় 800 করে)। নীচের লিংকে গিয়ে আপনি সহজেই পূরাতন জিআরই স্কোরকে নতুন সিস্টেমে কনভার্ট করতে পারবেন।

Converting old GRE score to the new one: http://www.ets.org/s/gre/pdf/concordance_information.pdf

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.