বাংলাদেশের অনেক শিক্ষার্থী ও পেশাজীবীদের দেশের বাইরে উচ্চশিক্ষার স্বপ্ন কিংবা অফিসের কোন ট্রেনিং সেশনে অথবা মাইগ্রেশনে আয়েল্টস এক্সামের কাঙ্ক্ষিত স্কোর পাওয়া জরুরি হয়ে পড়ে। [fruitful_sep]অনেক পরীক্ষার্থীর মধ্যেই যে বিষয়টি কিছু কিছু ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় তা হচ্ছে প্রথমবার আয়েল্টস পরীক্ষায় বসবো শুধুমাত্র অভিজ্ঞতা অর্জনের জন্য। প্রয়োজনীয় স্কোর না আসলে আবার পরীক্ষা দিবেন বলে আগে থেকেই মন:স্থির করে রাখেন। […]