বাংলাদেশে আমরা যাকে ওষুধের দোকান বলি, আমেরিকায় সেটািই হলো রিটেইল বা কমিউনিটি ফার্মেসি। বাংলাদেশের ফার্মেসি গ্র্যাজুয়েটরা এসব ওষুধের দোকানে কাজ করেন না। তাদের বলতে গেলে শতভাগেরই কর্মস্থল হয় বিভিন্ন ওষুধ কোম্পানীর কারখানা বা মার্কেটিং এরিয়ায়। কেউ কেউ অবশ্য হাসপাতাল এবং সরকারী প্রতিষ্ঠানেও কাজ করেন। আমেরিকায় ফার্মাসিস্টরা বেশ ভালো আয় করেন, তাদের স্টার্টিং স্যালারি হয় ১০০ […]