গ্রাজুয়েট লেভেলের মতো আন্ডারগ্রাজুয়েট বা ব্যাচেলর পর্যায়েও নর্থ আমেরিকান কান্ট্রি- বিশেষভাবে আমেরিকা এবং কানাডাতে পড়াশুনার সুযোগ রয়েছে। যোগ্যতা প্রমাণের জন্য বাংলাদেশি স্টুডেন্টকে কিছু স্ট্যার্ন্ডাডাইজড টেস্টে অবতীর্ণ হতে হয়। এসব টেস্টের স্কোরের উপর অ্যাডমিশন পাওয়া এবং না পাওয়া নির্ভর করে। আন্ডারগ্রাজুয়েট লেভেলে অ্যাডমিশনের জন্য নিচের যোগ্যতা/ডকুমেন্ট থাকা আবশ্যক: ১. সেকেন্ডারী এডুকেশন: ব্যাচেলর পর্যায়ে আবেদনের জন্য আমেরিকানদের […]