টোফেল এবং আয়েল্টস উভয়ই ভাষাগত পারদর্শিতার পরীক্ষা। উচ্চ শিক্ষায় আমেরিকা অথবা বিশ্বের যে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা অর্জন করার জন্য এই ধরণের পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। সাধারণত টোফেল আমেরিকান স্ট্যান্ডার্ড এবং আয়েল্টস বিট্রিশ স্ট্যান্ডার্ড অনুসরণ করে। তবে আয়েল্টস দিবেন নাকি টোফেল? তা সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে জানতে TOEFL নাকি IELTS কোনটি দিবেন এই আর্টিকেলটি পড়ে নিতে পারেন।
কাঠামোগত পার্থক্য জানার পরও যদি সিদ্ধান্ত নিতে দো’টানায় পড়েন তাহলে নিচের জরিপটি আপনার জন্যই। নিচে দুইটি টেবিলে মোট সাতটি করে সাধারণ প্রশ্ন আছে। আপনার কাজ হবে Yes অথবা No এই দুইভাবে উত্তর দেওয়া। এই জরিপে যদি টোফেল অথবা আয়েল্টস যেটিতে Yes এর পরিমাণ বেশি আসবে আপনি সেটি বাছাই করতে পারেন।