অনেককেই বলতে শুনি,
আমি অমুক বিষয়ে পড়ছি, USA যেতে চাই, কোন কোন বিশ্ববিদ্যালয় এই বছর আমার বিষয়ে ফান্ড দিচ্ছে জানালে উপকৃত হবো
প্রশ্নটা অনেকটা এমন,
আমি পদ্মা নদীতে মাছ ধরতে যাচ্ছি, নদীর ঠিক কোন জায়গায় বড়শির ছিপটা ফেললে আমি মাছ পাবো?
আপনার এ ধরনের প্রশ্নের জবাবে অনেকেই হয়তো বিভিন্ন দিক নির্দেশনা দিবে। বিশ্বাস করুন, এরা বেশীরভাগই হয় “সবজান্তা”( চাঁদপুর, বরিশাল বাড়ি, পদ্মা নদীর খুঁটিনাটি ভাল জানে) নয়তো কিছুই জানেনা। কাজেই আপনি বিভ্রান্ত হতে শুরু করবেন। তার চেয়ে ঢের ভাল, আপনি নিজেই বড়শি নিয়ে নদীতে, মানে গুগলে ঝাঁপিয়ে পরুন।
প্রথমেই স্টেট অনুযায়ী আপনার বিষয় অফার করছে এমন বিশ্ববিদ্যালয় গুলোকে আলাদা করে ফেলুন।এরপর প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের ওয়েব পেইজে যান। সম্ভব হলে প্রতিটি ফ্যাকাল্টির রিসার্চ ইন্টারেস্ট দেখুন, নিজেই খুঁজে বের করুন কার কার সাথে আপনার আগ্রহ মিলে যায়। সেইভাবে তাদেরকে মেইল করুন। তারাই আপনাকে বুঝিয়ে দিবেন যে, তারা এইবার স্টুডেন্ট নিচ্ছেন কিনা অথবা ফান্ডের কী অবস্থা।
“চিরুনি তল্লাশি” বলে একটা কথা প্রচলিত আছে। আপনাকে এই ক্ষেত্রে ঠিক সে কাজটি করতে হবে। সিনিয়রদের পরামর্শ অবশ্যই নিবেন, কিন্তু এটা বিশ্বাস রাখবেন যে, তারা তাদের অভিজ্ঞতার আলোকে আপনাকে একটা সাধারণ গাইডলাইন দিতে পারবে, কিন্তু মূল কাজটি আপনাকে, কেবল আপনাকেই করতে হবে।