আবেদন ফি বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সাধারণত ৩০ ডলারের নীচে ও ১০০ ডলারের উপরে হয় না। খুবই কম বিশ্ববিদ্যালয় আছে যাদের আবেদন ফি ২০০ ডলারের কাছাকাছি অথবা কোন ফি থাকে না।
তবে এসব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করার সময় সতর্ক থাকতে হবে। কেননা অনেক বিশ্ববিদ্যালয় আছে যাদের আবেদন ফি আমেরিকার স্থানীয় স্টুডেন্টদের জন্য এক-রকম। আর বিদেশীদের জন্য আরেক-রকম (বর্ধিত) হতে পারে।
আবার অনেক ক্ষেত্রে আবেদন ফি এর সাথে প্রসেসিং ফি যুক্ত থাকতে পারে। উদাহরণ স্বরূপ, University of Florida এর Applied physiology and Kinesiology বিভাগে আবেদন করতে গেলে দেখা যাবে আপনার আবেদন ফি ৩০ ডলার। এর সাথে প্রসেসিং ফি যোগ হবে আরো ১.৭৫ ডলার। সে হিসেবে সব মিলিয়ে আপনার আবেদন ফি দাঁড়াবে ৩১.৭৫ ডলার।
মনে রাখা ভালো আন্ডারগ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট পর্যায়ের অ্যাপ্লিকেশন ফি সব সময় আলাদা হয়। সে কারনে ওয়েবসাইটে আবেদন ফি দেখার সময় সতর্কতার সাথে দেখে নিতে হবে।