প্রথম দিকে আমার মনেও এই প্রশ্নটা ছিলো। কিভাবে বুঝবো অমুক বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্ট আছে? আর থাকলেও যে আমার পছন্দের কাজ করছেন, এমন প্রফেসরও আছেন, এটাই বা কি করে বের করবো? সাথে রয়েছে নিজের GRE, TOEFL স্কোর অনুযায়ী নির্বাচন। সব মিলিয়ে খুবই কনফিউশনে ছিলাম। গুগলে খালি সার্চ দিতাম “ PhD/MS in Nutrition (আমার সাবজেক্ট)”। তাও সেইভাবে খুঁজে পেতাম না। তবে ঘাঁটাঘাঁটি করতে করতে একসময় ঠিকই খুঁজে পেতে আরম্ভ করলাম। আমি যেইভাবে খুঁজতাম সেটা একটু শেয়ার করছি।

১। প্রথম দিকে সরাসরি গুগলেই সহজ করে লিখতাম “MS/PhD in Nutrition University list USA” অথবা “List of university offer Nutrition graduate program”(গুগলে লিখার সময় গ্রামারের ধার ধারতাম না সেইভাবে)। এতে খুব একটা লাভ হয়নি, কিন্তু একটা হাল্কা ধারণা পেয়েছিলাম যে কোন কোন বিশ্ববিদ্যালয় আমার সাবজেক্ট অফার করছে। তারপর সেইগুলোর ওয়েবসাইটে গিয়ে আরেকটু ক্লিয়ার হতাম।

২। এর পর শুরু করলাম স্টেট অনুযায়ী স্কুল খোঁজা। ৬৪ জেলার নাম ভালমতো না জানলেও (ব্যাপারটা খুবই লজ্জার), ৫১ টা স্টেটের নাম ধরে ধরে আমার স্পেসিফিক সাবজেক্টের জন্য বিশ্ববিদ্যালয় খুঁজতে আরম্ভ করলাম। এই ক্ষেত্রে নিচের লিঙ্কটা দারুণ সাহায্য করেছে। আপনারা আপনাদের সাবজেক্ট অনুযায়ী এরকম চেষ্টা করে দেখতে পারেন।

https://fnic.nal.usda.gov/…/academic-programs-a…/college-and
তারপর প্রতিটা স্টেট এর যে কয়টা বিশ্ববিদ্যালয়ে আমার সুবিধাজনক কাজ পেয়েছি, সেই সকল ল্যাবের প্রফেসরদের ইমেইল করতাম আর সাথে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী, তার হিসাবটাও বের করতাম।

৩। এরপর আরও স্পেসিফিক ভাবে খোঁজা আরম্ভ করলাম। যেমনঃ “Obesity/Cancer Research lab in USA University”, এইভাবে আর কি!

এইগুলো কয়েকটা নমুনা মাত্র। মূলকথা হচ্ছে, আপনি নানাভাবে,যত বৈচিত্র্যময় উপায়ে ঘাঁটতে পারবেন, তত বেশি পছন্দ আর প্রোফাইল অনুযায়ী স্কুল খুঁজে পাবেন। তবে নিজেকেই খুঁজতে হবে, এর কোনো বিকল্প নেই।