ফান্ডিং পাওয়া গ্র্যাজুয়েট স্টুডেন্টরা বছরে কেমন স্টাইপেন্ড পায় ?

ফান্ডিং,  যেন এক সোনার হরিণ। অ্যাপ্লাই করার সময় স্বভাবতই জানার ইচ্ছা থাকে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো কি পরিমাণ ফান্ড একজন স্টুডেন্টকে বছরে দিয়ে থাকে।

উত্তরে বলতে হয় এটা নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের উপর। বিশ্ববিদ্যালয় এবং ডিপার্টমেন্ট ভেদে ফান্ডের পরিমাণ কমে বাড়ে। আবার একই বিশ্ববিদ্যালয়ের একই ডিপার্টমেন্টে এক বছরে যে ফান্ড দেওয়া হবে তা পরের বছরের সাথে মিলতে নাও পারে।

তুলনামূলক ধারণা দেওয়ার জন্য নীচে গেলো বছরে আমেরিকান কয়েকটি বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্টকে কি পরিমাণ ফান্ড দেওয়া হয়েছে তা তুলে ধরা হলো:

Screenshot_1

মনে রাখতে হবে, অনেক মাস্টার্স/পিএইচডিও প্রোগ্রাম আছে যেখানে হয়ত স্টাইপেন্ড দেওয়া হয় না। আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে এমন ভাবে যাতে আপনি ফান্ড নিশ্চিত করতে পারেন। আবার অনেক স্টুডেন্ট ফান্ডিং ছাড়া কোর্স শুরু করলেও এক বা দুই সেমিস্টার পরে নিজেরাই কোন না কোন ভাবে ক্যাম্পাসের মধ্যে কাজ করে রোজগারের উপায় বের করে নেয়।