গ্রেক থেকে Mnemonic Quiz চালু করা হচ্ছে। এই আর্টিকেলে বিস্তারিত নিয়মাবলী এবং পুরষ্কারের তথ্য দেওয়া হলো।

নিয়মাবলী:

১. প্রতিদিন রাত ৯.৩০ মিনিটে আমাদের ফেইসবুক পেইজগ্রুপে কুইজ পোস্ট করা হবে।
২. কুইজে অংশ নিতে হলে আগে থেকে কোন রেজিস্ট্রেশন করার দরকার নেই।
৩. পেইজে প্রকাশিত কুইজের নীচে উত্তর গ্রহণ যোগ্য নয়।
৪. কুইজের উত্তর দিতে হবে গ্রুপে পোস্টকৃত কুইজের নীচে, কমেন্ট হিসাবে।
৫. একজন ব্যক্তি মাত্র একটি কমেন্ট করতে পারবেন। উক্ত কমেন্টের মধ্যেই সবগুলো শব্দের মনেনিক প্রদান করতে হবে। উল্লেখ্য, মনেনিক শব্দটি mnemonic শব্দটির বাংলা, যা প্রথম গ্রেক প্রতিষ্ঠাতা মামুন রশীদ প্রচলন করেন।
৬. একটি কুইজে দশটি শব্দ দেওয়া হবে। প্রতিটি শব্দের কোড নম্বর থাকবে। যেমন, কুইজ নং 7 এর শব্দগুলোর কোড হবে 7.1, 7.2, 7.3 … 7.10 এরকম।
৭. কমেন্ট হিসাবে দশটি শব্দ এক সাথে পর পর উত্তর হিসাবে দিতে হবে। প্রথমে কোড লিখে তার পর স্কয়্যার ব্রাকেটের মধ্যে শব্দটি লিখতে হবে। তার পর বাংলা/ইংলিশ মিশিয়ে মনেনিক বানাতে হবে। একটি শব্দ থেকে আরেকটি শব্দের মিল বোঝানোর জন্য –> বা >> এরকম শব্দ ব্যবহার করা যেতে পারে। উদাহরণ হিসাবে চিত্র-১ দেখুন।
৮. মনেনিক বানানোর জন্য ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে ধারণা নেওয়া যেতে পারে।
৯. পুরোপুরি ইংলিশ মনেনিক গ্রহণযোগ্য নয়।
১০. মনেনিক যথাসম্ভব মজার ও মূল শব্দটি মনে রাখতে সহায়ক – এমন হতে হবে।
১১. বিবরণের মধ্যে যৌনতা বিষয়ক বা কুৎসিত (sexually explicit or vulgar) কিছু ব্যবহার করা যাবে না।
১২. কুইজ পোস্ট করার পর থেকে পরদিন বেলা ১২টার মধ্যে কমেন্ট হিসাবে উত্তর প্রদান করতে হবে।
১৩. প্রদত্ত দশটি শব্দের মধ্যে যে শব্দগুলোর মনেনিক প্রদান করতে অপারগ, তাদের পাশে “skipped” লিখতে হবে।

বিজয়ী নির্বাচন:

১. যে কোন বিষয়ে গ্রেক অ্যাডমিনদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
২. সবচেয়ে মজার মনেনিক এবং আগে প্রদত্ত কমেন্ট – এই দুইয়ের সমন্বয়ে বিজয়ী নির্বাচন করা হবে।
৩. অ্যাডমিন “Quiz ends now” কমেন্ট করার পরের কমেন্টগুলো প্রতিযোগিতার অংশ হিসাবে বিবেচিত হবে না। তবে আলোচনার অংশ হিসাবে যে কোন কমেন্টই করা যেতে পারে।
৪. বিজয়ী ঘোষণার কমেন্ট করার পরে উক্ত কমেন্টের রিপ্লাই হিসাবে বিজয়ী তার মোবাইলের শেষ চারটি ডিজিট প্রদান করবেন।
৫. বিজয়ী ঘোষিত হবার পরে গ্রেক বনানী শাখার ব্যবস্থাপক আক্তার হোসেনকে ইমেইল পাঠাতে হবে [[email protected] ]। নমুনা হিসাবে নীচের “নমুনা ইমেইল” অংশ দেখুন।  ইমেইলের সাবজেক্ট হবে Mnemonic Winner #n যেখানে n হলো কুইজ নম্বর। ইমেইলের মধ্যে নীচের তথ্যগুলো থাকতে হবে:
[৫.১] বিজয়ীর পুরো নাম
[৫.২] বিজয়ীর মোবাইল নম্বর
[৫.৩] পুরষ্কার হিসাবে ৮০০ টাকা সমমূল্যের একটি জিআরই মডেল টেস্ট অথবা ১০০ টাকা মোবাইলে বিকাশ গিফ্ট -এই দুটির মধ্যে কোনটি নিতে ইচ্ছুক তা জানাতে হবে। বিস্তারিত “পুরষ্কার” অংশে আলোচিত হয়েছে।

[৫.৪] যে কুইজে বিজয়ী হয়েছেন তার লিংক [অবশ্যই প্রকাশিত কুইজের গ্রুপের লিংক হতে হবে]

৬. পুরষ্কার বিষয়ক সকল তথ্য কেবলমাত্র বনানী শাখার ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করে নিতে হবে। এজন্য বনানী শাখায় যোগাযোগ করা যেতে পারে

পুরষ্কার:

১. বিজয়ী তার পুরষ্কার হিসাবে গ্রেকের কম্পিউটারাইজড জিআরই মডেল টেস্টের একটি মডেল টেস্টে অংশ নিতে পারবেন। গ্রেকের ৫ টি মডেল টেস্টের মোট মূল্য ৪ হাজার টাকা। সেই হিসাবে একটি মডেল টেস্ট এর আর্থিক মূল্য ৮০০ টাকা। যদি বিজয়ী জিআরই পরীক্ষা অলরেডি দিয়ে থাকেন অথবা মডেল টেস্টের বিষয়ে আগ্রহী না হন, তাহলে তিনি ১০০ টাকা মোবাইলে বিকাশ বা চার্জ হিসাবে পেতে পারবেন।
২. পুরষ্কার হস্তান্তর করা যাবে না। অর্থাৎ একজন বিজয়ী তার পক্ষে অন্য কাউকে মডেল টেস্ট দিতে পাঠাতে পারবেন না।  মডেল টেস্টে আসার দিন উক্ত মোবাইল নম্বরটি সাথে বহন করতে হবে।
৩. যে কোন বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য প্রদানকারী বিজয়ী হবার অযোগ্য বিবেচিত হবেন।
৪. বিজয়ী ঘোষিত হবার 24 ঘণ্টার মধ্যে উপরে বিজয়ী নির্বাচন অংশের ৫ নং পয়েন্ট অনুসারে ইমেইল পাঠাতে হবে। এর পরে ইমেইল পাঠালে তা বিবেচিত হবে না।
৫. কুইজে অংশগ্রহণকারীদের সরবরাহকৃত টেক্সট বা কমেন্ট গ্রেক থেকে প্রকাশিত বিভিন্ন পোস্ট বা মুদ্রণে স্বত্ত্ব সংরক্ষিত অবস্থায় প্রকাশিত হতে পারবে।

নমুনা চিত্র:

নমুনা: কুইজ পোস্টের চিত্র (চিত্র-১)

samplequizpost_compressed

নমুনা উত্তরদাতার কমেন্ট:

12.1 [bellicose]: কোজ >> কুজ >> কুস >> কুস্তি; কুস্তি করতে না পারলে যাদের পেটের ভাত (বেলি) হজম হয় না এরকম অবস্থা

12.3 [august]: আগস্ট মাসের নামের সাথে মিল রেখে, মহান কোন কিছু

12.4 […]: …

বিজয়ীর নমুনা ইমেইল

Example: 1

Subject: Mnemonic Quiz Winner #12

Hello, my name is Abdus Samad. My mobile number is 01234-567-890. I want to participate in the model test. Quiz link: www.mofiz.bd.com

Example: 2

Subject: Mnemonic Quiz Winner #54

Hi, I am Murshida Khanom. My mobile number is 01234-567-891. I want Tk. 100 as cash gift. Quiz link: www.mofiz.bd.com