কোন কারণে অ্যাডমিশন ডিনাই হলে আপনি অবশ্যই পরের বছর বা পরের সেমিস্টারে আবার আবেদন করতে পারবেন।
মনে রাখতে হবে, ঐ বিশ্ববিদ্যালয়ে যেহেতু আপনার জিআরই আর টোফেল স্কোর আগে একবার পাঠানো হয়েছে, সে কারনে আবার টাকা খরচ করে এগুলো পাঠানোর প্রয়োজন হবে না। শুধুমাত্র নতুন অ্যাপ্লিকেশন ফর্ম আর ফি পরিশোধ করলেই হবে।
তাছাড়া যেহেতু আপনি একবার অ্যাপ্লাই করেছেন, কিছু প্রফেসরের সাথে যোগাযোগ হয়েছে। তাই প্রফেসরের জানাশুনার তালিকায় হয়তো আপনার নাম আগে চলে আসতে পারে। ফান্ডিং পাবার সম্ভবনাও বেড়ে যাবে।
অবশ্য ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট, আপডেটেড এসওপি ইত্যাদি নতুন করে পাঠানো লাগতে পারে।