আমেরিকান বিশ্ববিদ্যালয় সাধারণত তিন ধরণের স্কলারশীপ বা ফান্ডিং দিয়ে থাকে।

  • শিক্ষক সহকারি (TA): সোজ কথা শিক্ষকের ডান হাত হয়ে কাজ করতে হয়। শিক্ষকের ক্লাস নেওয়ার সময় সাহায্য করা, পরীক্ষার প্রশ্ন প্রস্তুত করা, উত্তরপত্র মার্কিং করা, ক্লাসের ছাত্রদের কোন সমস্যা হলে সেটা সমাধান করে দেওয়া।
  • গবেষণা সহকারি (RA): প্রফেসরকে গবেষণাগারে বিভিন্ন কাজে সাহায্য করার বিনিময়ে ফান্ড দিয়ে থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
  • গ্রাজুয়েট সহকারি (GA): TA এবং RA এর বাইরে আরো এক ধরণের স্কলারশীপ দেওয়া হয়। যা GA নামে পরিচিত। তবে এ ধরণের ফান্ডিং প্রাপ্তকে নির্দিষ্ট কোন কাজ দেওয়া হয়না, যখন দরকার পরে কাজে ডাকা হয়।

Screenshot_1

স্কলারশীপ যেভাবে পাবেন:

এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ওয়েব সাইটের ভালো জিআরই স্কোরের সাথে ফান্ডিং এর সম্পর্ক এবং আমেরিকায় উচ্চশিক্ষা vs প্রস্তুতির টাইমলাইন আর্টিকেল ভালোভাবে পড়তে পারেন।