My GRE Account খোলার আগে আপনার পাসপোর্ট এবং সব ধরণের ডকুমেন্টে (ট্রানক্রিপ্ট) আপনার নামের ফরমেট ঠিকে আছে কিনা দেখে নেওয়া জরুরি। অথবা যাদের নামের বানানে তারতম্য তা সংশোধন করে নিতে হবে।
শুরুতেই ETS Official Website ওয়েবসাইটে যেতে হবে। নিচের ছবির মতো ফরম আসবে।
সবার প্রথমেই First or Given Name ঘর থাকবে। এর ঠিক নিচে Middle Initial এবং Last or Family Name লেখার ঘর থাকবে। এই তিনটি ঘর মিলিয়ে আপনার সর্ম্পূন নাম লিখতে হবে। আপাত দৃষ্টিতে এই ধাপ অনেক সহজসাধ্য মনে হলেও অত্যন্ত সতর্কতার সাথে আপনাকে এই অংশ পার করতে হবে। উদাহরন হিসেবে বলা যায়, যদি আপনার নাম হয় Bidesh Jamu Kokhon; তাহলে First or Given Name এর ঘরে আপনার নামের দুইটি অংশ অর্থাৎ Bidesh Jamu লিখতে হবে। অন্যদিকে Last or Family Name এ শেষ অংশ Kokhon লিখতে হবে।
অন্য তথ্যগুলো আপনার মতো করে সঠিকভাবে উপস্থাপন করতে হবে।
মনে রাখা ভালো শুধুমাত্র আমেরিকান নাগরিক ছাড়া Social Security Number নেই। কাজেই শুধুমাত্র বাংলাদেশি নাগরিক হলে এই ঘরটি খালি রাখতে হবে।
ঠিকানা বা Address লেখার সময় আপনার বর্তমান ঠিকানা দেওয়া শ্রেয়। লাইনে সর্ম্পূন ঠিকানা না লিখে ২ লাইনে ভেঙে দেখানো নিরাপদ। Zip/Postal Code এর ঘরে আপনার এলাকা অনুযায়ী কোড বসাতে হবে।
যথাযথভাবে তথ্য প্রদানের শেষে আপনাকে Continue ক্লিক করতে হবে।
নতুন একটি পেইজে আসবে। এখানে আপনার My GRE Account এর জন্য Username এবং Password দিয়ে কাজ শেষ করতে হবে।
সতর্কতা: জিআরই অ্যাকাউন্ট নিয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যে সমস্যা অনুভব করে তার মধ্যে অন্যতম Username এবং Password ভুলে যাওয়া। ইটিএসকে ফোন দিয়ে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। সে কারনে অ্যাউন্ট করার পর পরই Username এবং Password কোন ব্যক্তিগত ডায়রিতে লিখে রাখা উত্তম।
রেজিস্ট্রেশনের সহায়তার জন্য জিআরই রেজিস্ট্রেশনের আদ্যোপান্ত দেখতে পারেন।