সাধারণত ভর্তির জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয় দুইটি করে ট্রান্সক্রিপট চেয়ে থাকে (একটি অ্যাডমিশন অফিস এবং অন্যটি ডিপার্টমেন্ট এর কাজে) ।
অন্যদিকে ভিসা ইন্টারভিউ এর সময় অ্যাম্বসিতে এক কপি প্রদর্শন করা লাগে।
সে হিসাবে আপনি যদি চারটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেত চান তাহলে আপনার নূন্যতম ১০টি ট্রান্সক্রিপ্ট হাতে রাখতে হবে।
বলে রাখা ভালো, অনেকের শিক্ষা-প্রতিষ্ঠান এতগুলো অরজিনাল কপি সরবরাহ করতে অসম্মতি জানাতে পারে। সেক্ষেত্রে ফটোকপি করে ঐ প্রতিষ্ঠানের পরীক্ষা নিয়ন্ত্রক বা রেজিস্টারের স্বাক্ষর ও সিল নিয়ে কাজ চালানো যাবে।