• এটা একটা মজার প্রশ্ন। আমাদের দেশে স্কুল বলতে ছোট মেয়েদের বিদ্যালয়কে বোঝায়। তবে আমেরিকার ব্যাপারটা একটু অন্য রকম। এখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্টকে আলাদাভাবে স্কুল নামে ডাকা হয়। কোথাও আবার কলেজ নামে পরিচিত। অন্যদিকে MS এবং PhD প্রোগ্রামকে গ্রাজুয়েট প্রোগ্রাম নামে ডাকা হয। যে কারনে আপনি যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তখন প্রফেসর/গ্রাজুয়েট কো-অর্ডিনেটর আপনাকে Hello Kalam, we accepted 5 graduate students to our school this year জাতীয় রিপ্লাই দিতে পারে।

Screenshot_1

 

ডিপার্টমেন্ট ও স্কুলের বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে বলতে হয়, বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেকগুলো কলেজ, স্কুল বা ইন্সটিটিউট থাকতে পারে। এসব স্কুলে আবার এক বা একাধিক ডিপার্টমেন্ট থাকতে পারে।