ট্রান্সক্রিপট এক ধরণের ডকুমেন্ট যা বিশ্ববিদ্যালয় নিবন্ধন অফিস অথবা ডিপার্টমেন্ট অফিস প্রদান করে থাকে। এতে অনার্স অথবা মাস্টার্স ডিগ্রীতে আপনার প্রাপ্ত গ্রেড এবং ক্রেডিট আওয়ার উল্লেখ থাকে। সাধারণত আপনার বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবনে আপনি কতটা গ্রেড অর্জন করেছিলেন সে সম্পর্কে পরিষ্কার ধারণা প্রদান করবে।
অন্যদিকে সার্টিফিকেট- আপনি এই সালের এই ডিপার্টমেন্ট থেকে বিএসসি ডিগ্রী অথবা মাস্টার্স ডিগ্রী অর্জণ করেছে সেটা বহন করে। কিন্তু কতো নাম্বার পেয়েছে সে বিষয়ে কোন তথ্য না ও থাকতে পারে।
মার্কশীটে শুধুমাত্র মার্কস কতো পেয়েছেন সেটি উল্লেখ থাকতে পারে। কিন্তু কতো ক্রেডিট সে সম্পর্কে কোন তথ্য থাকে না।