IELTS Registration Form

আয়েল্টস টেস্টে অংশ নিতে হলে প্রথমে আপনাকে পরীক্ষার অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তবে এই রেজিস্ট্রেশন পদ্ধতি দুই ধরনের। একটি হল- অনলাইন রেজিস্ট্রেশন এবং অপরটি সরাসরি আয়েল্টস টেস্টের নীতি নির্ধারক সংস্থাগুলোর অনুমোদিত কিছু সেন্টার রয়েছে সেখানে দিয়েও রেজিস্ট্রেশন করা যায়।

আয়েল্টস টেস্ট রেজিস্ট্রেশনের জন্য খরচাপাতি সম্পর্কে জানা না থাকলে ‘IELTS Test রেজিস্ট্রেশন ফি সমাচার’ আর্টিকেলটি থেকে ঘুরে আসতে পারেন। এছাড়াও আয়েল্টস পরীক্ষা কখন অনুষ্ঠিত হয় এবং টেস্ট ভেন্যু সম্পর্কে জানতে পড়তে পারেন এই আর্টিকেলটি

ঘরে বসেই অনলাইনে আয়েল্টস টেস্টের জন্য রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এখানে। আর অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম পূরণে আপনাকে গাইড করবে ‘IELTS পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবেন যেভাবে’ শিরোনামের আর্টিকেলটি। যেখানে আপনি রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে স্টেপ বাই স্টেপ ধারনা নিতে পারবেন।

তবে অনলাইনে যারা রেজিস্ট্রেশন করতে পারছেন না তারা চাইলে সরাসরি আয়েল্টস টেস্ট রেজিস্ট্রেশন সেন্টারে গিয়ে কাগুজে ফর্মে নিজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন।

এখন নিশ্চই ভাবছেন আয়েল্টস টেস্ট রেজিস্ট্রেশন সেন্টার কোথায় কোথায় রয়েছে?

দেশের মধ্যে প্রায় অর্ধশতেরও বেশি আয়েল্টস টেস্ট রেজিস্ট্রেশন সেন্টার রয়েছে। নিচে দেশের বিভিন্ন বিভাগে অবস্থিত এই আয়েল্টস টেস্টের রেজিস্ট্রেশন সেন্টারগুলো তালিকা আকারে দেওয়া হলো: