যদি আমেরিকার কথা বলি তাহলে SSC এবং HSC ক্রিডেনশিয়ালের কোন ব্যবহার নেই বললেই চলে। যেমন- এক ভদ্রলোক অর্নাস দ্বিতীয় বর্ষে পড়তো। একদিন ডিভি পেয়ে ভদ্রলোক আমেরিকা চলে যায়। কিন্তু এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট থাকা সত্ত্বেও বিপত্তি বাধেঁ। ইউএস কর্তৃপক্ষ তাকে পরামর্শ দেয় বাংলাদেশের এডুকেশন বোর্ড থেকে সরাসরি ট্রান্সক্রিপট পাঠানোর জন্য।  অ্যাম্বেসীর ভিসা ইন্টাভিউ এর মুখোমুখি হওয়ার জন্য এসব ডকুমেন্ট চেকলিস্টে থাকলেও খুব একটা দরকার হয় না।