জিআরই পরীক্ষায় অংশ নিতে হলে এডুকেশনাল টেস্টিং সার্ভিসেস বা ইটিএস (ETS) এর ওয়েবসাইটে গিয়ে নিজের নামে একটি অ্যাকাউন্ট করতে হয়। ইটিএসের অ্যাকাউন্টে নিজের নামের কেবল মাত্র প্রথম ও শেষ অংশ দেওয়া যায়। অর্থাৎ, কারো নামের তিন বা ততোধিক অংশ থাকলেও তাকে কেবল মাত্র দুই ভাগে ভাগ করে নাম ইনপুট দিতে হয়।

তিন বা বহুপদী নামের ক্ষেত্রে অনেককেই এ ধরণের বিড়ম্বনায় পড়তে হয়, কারণ ইটিএস সিস্টেমের মধ্যে নামের কোন অংশে কোন ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া যায় না।

সমাধান

মনে রাখতে হবে, আপনার পাসপোর্টে নাম যেভাবে যা আছে সেটাই ইটিএস এর জিআরই অ্যাকাউন্টে দিতে হবে। এ কারণে আপনাকে পাসপোর্টের লাস্ট নেম জিআরই অ্যাকাউন্টে লাস্ট নেম হিসাবে দিয়ে বাদ বাকী যা আছে সব এক সাথে ফার্সট নেম হিসাবে ঢুকাতে হবে। এক্ষেত্রে আপনি দুই ভাবে অগ্রসর হতে পারেন:

  • নামের বিভিন্ন অংশকে ড্যাশ দিয়ে সংযুক্ত করে সবগুলো একসাথে ফার্সট নেম হিসাবে ইনপুট দেওয়া। যেমন, Md Alauddin Bin Maruf এই নামে যদি আপনি Maruf অংশকে লাস্ট নেম ব্যবহার করেন তাহলে বাকী সবগুলোকে ড্যাশ দিয়ে এভাবে জুড়ে ফেলুন: Md-Alauddin-Bin
  • আর দ্বিতীয় উপায়টা হলো ড্যাশের পরিবর্তে ব্ল্যাংক স্পেস মুছে সবগুলো একসাথে জুড়ে দেওয়া। যেমন উপরের উদাহরণের নাম এভাবে লিখবেন: MdAlauddinBin

আরো কিছু উদাহরণ

পাসপোর্টের নামড্যাশ দিয়ে যুক্ত করা অবস্থাড্যাশ বিহীন জুড়ে দেওয়া
Abdul Kader Bin MokhlesL = Mokhles
F = Abdul-Kader-Bin
L = Mokhles
F = AbdulKaderBin
Md Yeasin Mridha PolashL = Polash
F = Md-Yeasin-Mridha
L = Polash
F = MdYeasinMridha
Syamol Kanti Proshad BaroiL= Baroi
F = Syamol-Kanti-Proshad
L= Baroi
F = SyamolKantiProshad

মনে রাখবেন, জিআরই পরীক্ষার দিন প্রথম কাজ হলো পরীক্ষাকেন্দ্রে নিজের পরিচয় ভেরিফাই করানো। সেজন্য আপনার পাসপোর্টের নামের সাথে জিআরই টিকেটের নামের বৈসাদৃশ্য থাকা চলবে না। যদিও এক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত প্রক্টরের ইচ্ছা-অনিচ্ছার উপর অনেক কিছু নির্ভর করে, তার পরেও তিনি চাইলে নাম না মেলার কারণে পরীক্ষায় বসা থেকে আপনাকে বঞ্চিত করতে পারেন। এক্ষেত্রে ইটিএস এর নিয়ম অনুযায়ী আপনি কোন টাকাও ফেরত পাবেন না।

ক্যাপিটাল লেটার – স্মল লেটার প্রসংগে

জিআরই অ্যাকাউন্টে নাম বড় হাতের হোক আর ছোট হাতের হোক, বা বড় ছোট মিশিয়ে প্রমিত নিয়মেই হোক, কোন সমস্যা নেই।

টেক হোম নোট

যদি নামের মধ্যে তিন বা তার বেশি অংশ থাকে তাহলে কোন অংশ জিআরই রেজিস্ট্রেশনে অনুল্লেখিত না রেখে লাস্ট নেম বাদে বাকীগুলোকে ড্যাশ দিয়ে বা ড্যাশ ছাড়া জুড়ে দিয়ে একসাথে ফার্স্ট নেম হিসাবে দিতে হবে