- জিআরই পরীক্ষার পর পরই ইটিএস আপনাকে চারটি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্কোর পাঠানোর সুযোগ দিবে। তবে কেউ যদি চারটির পর কোনো বিশ্ববিদ্যালয়ে স্কোর (অ্যাডিশনাল স্কোর রিপোর্ট বা ASR) পাঠাতে চায় তাহলে তাকে প্রতি বিশ্ববিদ্যালয়ের জন্য $ ২৭ ডলার করে পরিশোধ করতে হবে।
- অনুরূপভাবে টোফেল পরীক্ষায় ও একই ধরণের সুবিধা দিয়ে থাকে ইটিএস। চারটির বাইরে কোনো বিশ্ববিদ্যালয়ে স্কোর পাঠাতে আপনার খরচ হবে $১৯ ডলার।