জিআরই-জিম্যাট সহ বিভিন্ন পরীক্ষার সময় দুটি স্কোর বিবেচনা করা হয়। Raw score হলো আপনি কয়টা প্রশ্ন সঠিক করেছেন তার পরিমাণ। উদাহরণ স্বরূপ আপনি জিআরই পরীক্ষার প্রথম ভার্বালে ১৮টি ও দ্বিতীয় ভার্বালে ১৭টি সঠিক করেছেন। তাহলে ভার্বালে মোট সঠিক এর পরিমাণ ৩৫। এই ৩৫-ই হবে আপনার Raw verbal score.
কিন্তু জিআরই পরীক্ষার স্কোর আমরা সব সময় দেখি ১৩০ থেকে ১৭০ এর মধ্যে। ইটিএস এর নিজস্ব অ্যালগরিদম বা সূত্র ব্যবহার করে প্রতিটি র স্কোর কে এই বড় সংখ্যায় রূপান্তর করা হয়। রূপান্তরিত বড় সংখ্যাটিকে বলা হয় scaled score – স্কেলড স্কোর।
পরীক্ষার্থী পরীক্ষার সময় তার র স্কোরটি জানতে পারেন না; তিনি শুধু scaled স্কোরটিই জানেন।
বর্তমান জিআরইতে সবগুলো প্রশ্নের মান সমান। মানে ভার্বালে ২০ টি প্রশ্নের একেকটার কঠিনতার পরিমাণ এক এক রকম হলেও সবগুলোই ১ নম্বর বহন করে।
কিন্তু আগের জিআরই সহ অন্যান্য অনেক পরীক্ষা রয়েছে যেখানে প্রশ্নের raw score নির্ভর করে তার কঠিনতার উপর। এটাকে বলা হয় weighted raw score বা বাংলায় বললে ওজন-যুক্ত র স্কোর। সেসব পরীক্ষায় কঠিন প্রশ্ন সঠিক করার পুরষ্কার হিসাবে বেশি স্কোর দেওয়া হয়, যা স্কেলড স্কোর গণনার সময় বিবেচনা করা হয়।