যারা সামনে জিআরই বা টোফেল পরীক্ষা দেবেন তাদের অ্যাকাউন্ট থেকে নিয়মিত চেক করতে হয় পছন্দের তারিখে পছন্দের ভেন্যুতে সিট ফাঁকা আছে কিনা। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা প্রত্যাশী বাংলাদেশী তরুণদের জন্য আমরা আরেকটি হিতৈষী উদ্যোগ হিসাবে ঠিক করলাম, সপ্তাহে দুইদিন নিয়ম করে এই সার্চিং এর কাজটা আমরা করে দিলে কেমন হয়। কেবল তথ্যটা জানলেই তো হলো, সবাইকে নিজ নিজ অ্যাকাউন্ট থেকে লগ ইন করে এই খোঁজাখুঁজির কাজটা তাহলে আর করতে হচ্ছে না।
জিআরই সেন্টার থেকে প্রতি রবি এবং বৃহষ্পতিবার রাতে আমরা ছবির মাধ্যমে এই হালনাগাদকৃত তথ্যটি আপডেট করবো। আমাদের পরামর্শ থাকবে নিজের পছন্দের তালিকায় এই লিংকটিকে তালিকাভুক্ত করে রাখুন।
Exam: GRE
Venue: AAA (Top Popular)
GRE (AAA) (Accessed on December 20, 2015)
Venue: AIUB (Second Top Popular)
Venue: DNS Software Ltd
GRE (DNS) (Accessed on December 20, 2015)
Venue: US Software Limited
GRE (US Soft) (Accessed on December 20, 2015)
Venue: Aamra Management Solutions
Venue: Gateway Alles Testing Center
GRE (Gateway Alles Testing Center) (Accessed on December 20, 2015)
Exam: TOEFL
TOEFL (Accessed on December 20, 2015)
বিশেষ দ্রষ্টব্য: আমাদের সাইট আপডেট করার পরে মূল ওয়েবসাইটে যে কোন পরিবর্তন হতে পারে তা বিবেচনায় রাখতে হবে। এটি কেবল সাধারণ তথ্য পরিবেশনের জন্য দেওয়া হলো। যারা নির্দিষ্ট দিনের নির্দিষ্ট ভেন্যু ধরতে চান, তাদের নিজ দায়িত্বে সিটের প্রাপ্যতা যাচাই করে নেবার অনুরোধ থাকলো।